আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৫৪

গোপালপুরে শিক্ষকের এক মাসের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে ভুয়া কক্ষ পরিদর্শক সেজে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক স্কুল শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিন গোপালপুর কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা শারমীন বলেন, পৌর শহরের সুন্দর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ওই কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু বাংলা বিষয়ের পরীক্ষায় বাংলা শিক্ষকের ডিউটি করার বিধি নিষেধ থাকায় তিনি কেন্দ্রে আসেননি। পরে এ সুযোগ নেওয়ার জন্য এগিয়ে আসেন একই স্কুলের অংক বিষয়ের শিক্ষক আনোয়ার হোসেন। তিনি নিজেকে বাংলার আনোয়ার হোসেনের পরিচয়ে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন শুরু করেন। এসময় আইডি কার্ড না থাকায় আনোয়ার হোসেনকে দেখে সন্দেহ করি আমি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে একমাসের কারাদণ্ড দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno