আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৪৬

গ্রাম পুলিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার(২৩ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার ২৫০জন গ্রাম পুলিশ ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী প্রমুখ।


বক্তারা বলেন, আমরা সরকারের চাকুরি করি। সরকারি পোষাক পড়ে আমরা ৭০ ধরণের দায়িত্ব পালন করে থাকি। কিন্তু আমরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান সরকার যে বেতন ভাতা দেয় তা পরিবারের ৭ দিনের খরচ মাত্র।

মাসের বাকি দিনগুলিতে আমাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বর্তমান অবস্থা বিবেচনায় আমাদের চাকুরি জাতীয়করণ এখন সময়ের দাবি। অনতিবিলম্বে আমাদের চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno