আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:২১

ঘাটাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে মুজিব বর্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে উপজেলার শহীদ সালাহ উদ্দীন সেনানিবাসের পূর্ব পাশে মুঞ্জারবাইদ যুব উন্নয়ন ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ওই ঘোড়দৌঁড় অনুষ্ঠিত হয়।

মঞ্জারবাইদ দোপাখাগরাটা মাঠে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, মিতালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহ মিথুন।

বিশেষ অতিথি ছিলেন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম মিয়া, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, জিবিজি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সারোয়ার আলম গোলাপ, সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শরিফুল ইসলাম সাঈদ, সন্ধানপুর ইউনিয়নের সদস্য কাদের খান প্রমুখ।

প্রতিযোগিতায় আশপাশের উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া অংশ নেয়। মাঠে চতুর্দিকে বসে হাজার হাজার দর্শক ওই প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড় সওয়ারদের মাঝে ফ্রিজ-টিভি সহ ১৮টি আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno