আজ- ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১২:০০

ঘাটাইলে ক্ষুদে শিক্ষার্থীদের গণিত উৎসব অনুষ্ঠিত

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শালিয়াজানি গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি সোমবার(২৯ জুলাই) দিনব্যাপী উপজেলার এ গণিত উৎসবের আয়োজন করে।

গণিত উৎসবে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০০জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র ম্যানাজার মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খান। বিশেষ অতিথি ছিলেন, গুড নেইবারস বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, সৎসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতি দে, পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা নাহার মুন্নী। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno