আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১২:১১

ঘাটাইলে নগদের কোটি টাকা হাতিয়ে কক্সবাজারে আটক তিন কর্মচারী

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল থেকে নগদের এক কোটি টাকাসহ পালিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন তিন কর্মচারী।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর সেণ্টমার্টিন রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষ্মণবাড়ি গ্রামের আনিসুল হকের ছেলে মো. আতিকুর রহমান(২৪), একই ইউনিয়নের ভবানি টিকি গ্রামের

আব্দুল হামিদের ছেলে নুরুল ইসলাম(২৫) ও একই উপজেলার দরি হাসিল এলাকার আব্দুল মান্নানের ছেলে শামীম হোসেন(২৪)।

জানাগেছে, নগদ সার্ভিসের এজেণ্ট ঘাটাইলের মো. মহিউদ্দিন সুমনের দোকানের তিন কর্মচারী নগদের এজেণ্ট অ্যাকাউণ্ট থেকে এক কোটি টাকা নিয়ে গত ৪ এপ্রিল পালিয়ে যায়।

এ বিষয়ে ঘাটাইল থানায় তিনি মামলা দায়ের করেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বিষয়টি কক্সবাজার সদর থানাকে জানানো হয়।

থানা পুলিশ বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে(ডিবি) অবহিত করে। পরে সঠিক তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলী সেণ্টমার্টিন রিসোর্টে অভিযান চালিয়ে তিন কর্মচারীকে গোয়েন্দা পুলিশ আটক করে।

আটককৃতরা ৯৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা ডিবি’র কাছে স্বীকার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের টাঙ্গাইলের ঘাটাইলে পাঠানো হচ্ছে বলে কক্সবাজার

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno