আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৫:৪২

ঘাটাইলে ভেজাল জর্দা তৈরির দায়ে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রৌহা গ্রামের শরীফ পাতি জর্দা কারখানায় ভেজাল জর্দা তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(১১ মে) দুপুরে ঘাটাইলের সহকারী কমিমনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

এরআগে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতেৃত্বে একদল র‌্যাব সদস্য ঘাটাইলের রৌহা গ্রামের ওই কারখানায় অভিযান চালায়।

অভিযানকালে শরীফ পাতি জর্দা তৈরির আড়ালে ভেজাল জর্দা তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানার মালিক ওই গ্রামের মো. আমজাদ আলীর ছেলে মো. আ. কাদির(৬০) ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থাপন করলে আদালতের বিচারক মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিন জানান, ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno