আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৪:১৮

চা-স্টলের আড্ডায় মুখে মাস্ক না থাকায় দু’কাউন্সিলরের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের বাজারে চা-স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন দুই কাউন্সিলর, তাদের মুখে মাস্ক ছিলনা।

হঠাৎই ভ্রাম্যমান আদালতের নজরে এলে ওই দুই কাউন্সিলরকে মাস্ক ব্যবহার না করার দায়ে চারশ’ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করেন।

অর্থদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- বাসাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ও ৯নং ওয়ার্ডের এরশাদ হোসেন। এছাড়াও অভিযানে আরও তিন পথচারীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে অভিযান চালানোকালে মাস্ক ব্যবহার না করে দুই কাউন্সিলর চা-স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন।

পরে দুই কাউন্সিলরসহ পাঁচজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাস্কও বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno