আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ১১:৫০

ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে পাঁচ কর্মীকে আহত করেছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই হামলার ঘটনায় এটিএন বাংলার ক্যামেরা পার্সন সুজন মিয়াও লাঠির আঘাত পান।

ছাত্র অধিকার পরিষদের কর্মীরা অভিযোগ করে, প্রায় ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি চলার পর জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীরুল হাসান হিমেলের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে সংগঠনের অন্তত পাঁচজন কর্মী আহত হয়। এসময় এটিএন বাংলার ক্যামেরা পার্সন সুজন মিয়ার শরীরেও লাঠির আঘাত লাগে। মুহুর্তেই মানববন্ধন কর্মসূচি পন্ড হয়ে যায়।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সমন্বয়ক কাওসার আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে

মিথ্যা ও হয়রানীমূলক মামলা এবং সোমবার(২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীরুল হাসান হিমেল বলেন, ভিপি নুরের সমর্থকরা মানববন্ধনে অংশ নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অকথ্য ভাষায় বক্তব্য দেয়।

এজন্য তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া তাদের কোন কর্মীকে মারপিট করা হয়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno