আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৩৯

জনপ্রশাসনের নির্দেশনা :: ধৈর্য ও আন্তরিকতার সাথে সেবা দিন

 

দৃষ্টি নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেছেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর সরকারের কঠোর নজরদারি রয়েছে। এসময় জনগণকে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২তম ইউএনও ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসে যায়। এ সময় তারা তাদের কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করেন।

সেবা প্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোনো ধরনের অনিয়ম করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

তাই মাঠ প্রশাসনে কর্মরত সকলকে সতর্ক থেকে নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবা দিয়ে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘এ লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও দেশ প্রেমের সঙ্গে কাজ করতে হবে।’

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিসিএস প্রশাসন একাডেমি মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) মো. মাহবুব উল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno