আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:০৩

জার্মানীতে পড়ালেখা, গবেষণা ও স্টুডেন্ট ভিসা বিষয়ক সেমিনার

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের মিলনায়তনে জার্মানের ডিএএডি’র উদ্যোগে রোববার(১১ নভেম্বর) বিকালে ‘স্টাডি, রিসার্চ অ্যান্ড স্টুডেন্ট ভিসা রিকয়্যারমেণ্ট ফর জার্মানী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বাংলাদেশে কর্মরত জার্মানের ডিএএডি’র সাংস্কৃতিক বিভাগের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা তামারা কবির সভাপতিত্বে এবং তথ্য ও অফিস ব্যবস্থাপক রোমানা কবিরের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম প্রমুখ।
সেমিনারে জার্মানের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য কি কি সুযোগ রয়েছে এবং জার্মানে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno