আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:২৭

টাঙ্গাইলে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই বাস চালকের দণ্ড

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় টাঙ্গাইলের দুই বাসচালককে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত দুই বাসচালককে সাত হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. কায়রুল ইসলাম জানান, সরকারি আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে টাঙ্গাইল বাস টার্মিনালের দুই বাসচালককে ৭(সাত)

হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে দুইজনকে এক হাজার ২০০টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno