আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:৩৪

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় দুই জনের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও পিচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় দুই জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(৯ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লংঘনের দায়ে গালা এলাকার মিয়া চানের ছেলে আব্দুস সালামকে ৬০ হাজার ও ছোট বাসালিয়া এলাকার আরফান আলীর ছেলে জেমিম হোসেনকে ৬০ হাজার টাকা মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno