আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:০৩

টাঙ্গাইলে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অস্ত্র আইনের মামলায় এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল ট্রাইব্যুনাল ৩ নং আদালতের বিচারক মো. মোস্তফা শাহারিয়া খান ওই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- মাদারীপুর জেলার সদর উপজেলার চর ঘুন্সি গ্রামের রফিকুল ইসলাম ওরফে মফেজ মাতব্বর (৫২)।


টাঙ্গাইলের স্পেশাল ট্রাইব্যুনাল ৩ নং আদালতের এপিপি অ্যাডভোকেট মো. জবান হোসেন খান জানান, বিগত ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গড়জয়নাবাড়ী (ঝরকা) গ্রামে বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

সেখানে ওই বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলাম ওরফে মফেজ মাতব্বরকে লোহার তৈরি একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব ঘাটাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

২০১০ সালের ১৬ মে আদালতে চার্জশীট দেয় পুলিশ। মামলার অপর দুই আসামি নূরে আলম ও তার স্ত্রী পলি আক্তারকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিনজন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno