আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:০৯

টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(২২ জুন) সকালে জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) আজিজুল হক মজুমদার জেলা কার্যালয়ে ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় সহকারী জেলা কমন্ড্যান্ট এসএম আকতারুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোজাফর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুমা রাণী সরকার,

প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম ও প্রশিক্ষিকা দেওয়ান হাসিনা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১২টি উপজেলায় দুই হাজার ৬৯৬টি গ্রামে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রকারের পাঁচ হাজার ৩৯২টি ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno