আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:০৩

টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধনে সংবাদ সম্মেলন

 

দৃষ্টি নিউজ:

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ১০টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ২৩৮টি নবনির্মিত ঘর উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ মার্চ) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২২ মার্চ ভার্চুয়ালী যুক্ত হয়ে টাঙ্গাইল জেলার ১০টি উপজেলার ২৩৮টি নব-নির্মিত আশ্রায়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।


সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, রেভিনিউয়ের ডেপুটি কালেক্টর নাহিয়ান নুরেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno