আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৭:১৮

টাঙ্গাইলে উদ্যেক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে উদ্যেক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ইএসডিপি’র কার্যালয়ে ওবা সেমিনার অনুষ্ঠিত হয়।

ইএসডিপি’র টাঙ্গাইল জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মো. ফাইজুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ উদ্যোক্তা সংস্থার

উপদেষ্টা ড. মো. মনিরুজ্জামান, ফাউন্ডার ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোমান হাসান প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, সমাধান নয়, সমস্যাকে গুরুত্ব দিতে হবে। জানতে হবে কিভাবে জটিল পরিস্থিতি সামলাতে হবে।

একজন উদ্যোক্তার তার সীমাবদ্ধতা সম্পর্কে জানা থাকা জরুরি। একই সাথে ব্যর্থতা থেকে শিক্ষাগ্রহণের প্রবণতাও তার থাকা দরকার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno