আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:৪১

টাঙ্গাইলে একটি ত্রিতল ভবনে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-4টাঙ্গাইল পৌরসভার কাগমারার মির্জামাঠ এলাকার আজহার মুন্সির মালিকানাধীন একটি তিনতলা বাড়িতে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার(৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে  এ ঘটনা ঘটে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।
র‌্যাবের দাবি, কাগমারা এলাকার আজাহার মুন্সির বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ‘তারা র‌্যাবের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয় বলে জানান কমান্ডার মহিইদ্দন ফারুকী।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার  ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

অভিযানের বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল ভুঁইয়া জানান, ওই বাড়িতে ৭ জঙ্গি অবস্থান নিয়েছে- এমন গোপন খবরে র‌্যাব অভিযানে যায়। এ সময় র‌্যাবের সদস্যরা এক জঙ্গিকে ঝাপটে ধরলে কৌশলে ছুটে যায় এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য জঙ্গিরা গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়।

দু'ছাত্রের ভাড়া নেয়া এই সেই তিনতলা ভবন। নিচতলা ভাড়া নিয়েছিল তারা।

দু’ছাত্রের ভাড়া নেয়া এই সেই তিনতলা ভবন। নিচতলা ভাড়া নিয়েছিল তারা।

অপরদিকে, ছাত্র পরিচয়ে দুই জঙ্গি টাঙ্গাইলের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়ে বাড়িওয়ালা আজাহার আলী মাস্টার বলেন, গত ২৭ সেপ্টেম্বর ছাত্র পরিচয়ে দু’জন বাসা ভাড়া নেয়। পরিচয়পত্র চাইলে তারা সাত দিনের সময় চায়। শনিবার(৮ অক্টৈাবর) তাদের পরিচয়পত্র দেয়ার কথা ছিল । তিন তলার ওই বাড়িটির নিচ তলা ভাড়া নিয়েছিল তারা।
এদিকে, র‌্যাব-১২ এর কমান্ডার শাহাবুদ্দিন খান বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পাই যে, ওই বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে। পরে খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হই। ভিতর থেকে আল্লাহু আকবর বলে ‘স্লোগান’ দিয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়ি। তাতে দুই জঙ্গি নিহত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno