আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:৫৬

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

এদিন জেলায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৯৬ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৬৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৫৮৪ জন।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় পাঁচ হাজার ৩৪৬, নাগরপুরে ২৪১, দেলদুয়ারে ৬১৩, সখীপুরে ৬৩৬, মির্জাপুর এক হাজার ২৪৪, বাসাইলে ৩৪৯,

কালিহাতীতে ১০৭, ঘাটাইলে ৯০০, মধুপুরে ৭১৯, ভূঞাপুরে ৪৯৫, গোপালপুরে ৫০৮ জন ও ধনবাড়ী উপজেলায় ৩৪২ জন নিয়ে জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৪৭৯ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন সদর উপজেলায় দুই হাজার ৩০৮, নাগরপুরে ১৬৮, দেলদুয়ারে ২০৫, সখীপুরে ৩৩৪, মির্জাপুরে ৮৪১, বাসাইলে ২১০, কালিহাতীতে ৬৮৪, ঘাটাইলে ৫৮৪, মধুপুরে ৪১২, ভূঞাপুরে ২৭৯, গোপালপুরে ৩৩৮ ও ধনবাড়ী উপজেলায় ১১৭ জন নিয়ে মোট সুস্থ্য হয়েছে ছয় হাজার ৫৮৪ জন।

সূত্রমতে, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭১ জন, নাগরপুরে দুই জন, দেলদুয়ারে ১৬,

সখীপুরে ১৩, মির্জাপুরে ১৭, বাসাইলে ১১, কালিহাতীতে ২৪, ঘাটাইলে ১৭, মধুপুরে চার জন, ভূঞাপুরে ৯ জন, গোপালপুরে ৯ জন ও ধনবাড়ী উপজেলায় চার জন রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno