আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৪:১০

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ২৫৬

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে এক জন মৃত্যুবরণ করেছেন।

এদিন জেলায় ৯২৪টি নমুনা পরীক্ষায় ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৪৯ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০৫ জন।

এদিকে, সোমবার (২৬ জুলাই) বিকালে টিকা বহনকারী দুটিট ফ্রিজারভ্যানে চীনে উৎপাদিত সিনোফার্মের আরও ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন টাঙ্গাইল সিভিল সার্জসের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে জেলা ভ্যাকসিন সংরক্ষণ টিম ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান জানান, পঞ্চম ধাপে মোট ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে।

ভ্যাকসিনগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে। ইতোমধ্যে ভ্যাকসিনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে।

ভ্যাকসিন সংরক্ষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ, ইন্টারনেট ও পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno