আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:১০

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে চার জনের মৃত্যু, শনাক্ত ৪৩

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দিন জন ও উপসর্গ নিয়ে এক জন মৃত্যুবরণ করেছেন।

এদিন জেলায় নতুন ৩৮৫টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৬ শতাংশ। শনিবার(১৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২১৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ২৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুরে এক জন, দেলদুয়ারে এক জন, মির্জাপুরে ১৮ জন এবং মধুপুর উপজেলায় ১৪ জন রয়েছেন।

এদিকে জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৫১৭ জন।

তাদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৪২৩জন, নাগরপুরে ৪৩১ জন, দেলদুয়ারে ৭৯৩ জন, সখীপুরে ৮১৭ জন, মির্জাপুরে এক হাজার ৫২৬ জন, বাসাইলে ৪৪২ জন, কালিহাতীতে এক হাজার ২১৭ জন, ঘাটাইলে এক হাজার ১৫৭ জন, মধুপুরে ৯৭৮ জন, ভূঞাপুরে ৫৮১ জন, গোপালপুরে ৬৯৪ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪৫৮ জন রয়েছেন।

করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২১৮ জন। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় তিন হাজার ১৯, নাগরপুরে ২২৬, দেলদুয়ারে ৩৯৭, সখীপুরে ৪৫৬, মির্জাপুরে এক হাজার ৪৩৬, বাসাইলে ২৬৬, কালিহাতীতে ৯২৪, ঘাটাইলে ৯৯৮, মধুপুরে ৭২১, ভূঞাপুরে ৩৩১, গোপালপুরে ৪৯৭ ও ধনবাড়ী উপজেলায় ২৫২ জন রয়েছেন।

সূত্রমতে, করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮১ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫, মির্জাপুরে ১৯, বাসাইলে ১৬, কালিহাতীতে ২৬, ঘাটাইলে ২০, মধুপুরে ৪, ভূঞাপুরে ১৬, গোপালপুরে ১২ এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno