আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:৫৭

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে দুই জন মৃত্যুবরণ করেছেন।

এদিন নতুন করে ৮২৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। মঙ্গলবার(১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৫ হাজার ৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৪০ জন মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, নাগরপুরে ১৬, দেলদুয়ারে চার জন, সখীপুরে দুই জন, মির্জাপুরে ২৭ জন, বাসাইলে তিন জন, কালিহাতীতে ১০ জন, ঘাটাইলে ১৩ জন, মধুপুরে ১৬ জন, ভূঞাপুরে চার জন, গোপালপুরে ২৫ জন ও ধনবাড়ী উপজেলায় এক জন রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno