আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:২৮

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন।

এদিন টাঙ্গাইলে ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫৯ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন।

তাদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে ১১ জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন এবং জেলার বেসরকারি মির্জাপুুর কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno