আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:১২

টাঙ্গাইলে চীনের সিনোভ্যাক্স টিকা পৌঁছেছে

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বুধবার(১৬ জুন) বিকালে মোট ১৫ হাজার ৬০০ চীনের সিনোভ্যাক্স টিকা পৌঁছেছে। টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকালে তৃতীয় ধাপে জেলায় মোট ১৫ হাজার ৬০০ ডোজ চীনে উৎপাদিত সিনোভ্যাক্স টিকা পাওয়া গেছে।

আমরা সেই টিকা গ্রহণ করে তা যথানিয়মে সংরক্ষণ করেছি। অগ্রাধিকার ভিত্তিতে তালিকায় থাকা ব্যক্তিদের ওই টিকা ১৯ জুন থেকে দেওয়া শুরু হবে।

তিনি আরও বলেন, টিকা সংরক্ষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। টিকার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, প্রায় ৪২ লাখ জনঅধ্যুষিত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১২ লাখ ৮ হাজার ২৯৭জন অনলাইনে করোনা ভাইরাসের টিকার জন্য আবেদন করেন।

এরমধ্যে ১০ লাখ এক হাজার ৫৩২জন টিকার প্রথম ডোজ এবং ৭৫ হাজার ৬৯৪জন দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন।

এখন পর্যন্ত ২৫ হাজার ৮৩৮জন টিকার দ্বিতীয় ডোজ পাননি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno