দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার তরটিয়া নামকস্থানে শুক্রবার (১৮ ডিসেম্বর) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলের নারী আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রেজাউল করিম জানান, শুক্রবার সকালে মোটর সাইকেলযোগে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলী(৫৫) তার স্ত্রী মোছা. মিনা বেগমকে নিয়ে মহাসড়ক দিয়ে করটিয়ার দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে তারটিয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী মোছা. মিনা বেগম(৪৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
জিন্নাহ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।