আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:৫১

টাঙ্গাইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের বড় পাইকারী বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত পার্ক বাজারে পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানো এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পাড়ার অপরাধে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যাবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

এরই ধারা বাহিকতায় বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারী বাজার ‘পার্ক বাজার’ মনিটরিং করা হয়।

এ সময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানো এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পাড়ার অপরাধে তিন ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যাবসায়ীকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno