আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:১৬

টাঙ্গাইলে দালাল চক্রের ২৭ সদস্যের দণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে রোববার(৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের ২৭ জনকে আটক করেছে র‌্যাব-১২।

পরে তাদের সবাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।

দন্ডপ্রাপ্তরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, দেলদুয়ার, গোপালপুর, ঘাটাইল, নাগরপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। রোববার বিকালে র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমাণ্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব কমাণ্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ১২ জন, পাসপোর্ট অফিস থেকে ৮ জন এবং বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৭ জন মোট ২৭ জন দালালকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) গোলাম মাসুম প্রধান আটককৃতদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno