আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:২২

টাঙ্গাইলে নতুন ৩৮জন করোনায় আক্রান্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মির্জাপুরে নয়জন, কালিহাতী ও ভূঞাপুরে ছয়জন করে, টাঙ্গাইল সদরে পাঁচজন,

দেলদুয়ারে চারজন, মধুপুরে তিনজন, নাগরপুর ও সখীপুরে দুইজন করে এবং ধনবাড়িতে একজন রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার(৬ এপ্রিল) ১৫৭জন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরমধ্যে ৩৮জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে বুধবার(৭ মার্চ) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল চার হাজার ২১৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭জন। আরোগ্য লাভ করেছেন তিন হাজার ৮৫৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৭ জন।

কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৪ হাজার ৬২৬ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno