আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:০৪

টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি।


টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রোববার (৯ অক্টোবর) দুপুরে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস খসরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।


দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল হাই। সম্মানিত মেহমান ছিলেন, করটিয়ার গদিনশীন পীর আলহাজ্ব শাহ্ সূফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আলহাজ্ব শাহ্ সূফি ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহমাদি।


রোববার সকাল ৭ টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর পর্যন্ত স্থায়ী হয়। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে ‘জশ্নে জুলুছে- ঈদ-এ-মিলাদুন্নবী’র একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে মিলিত হয়।


মহানবীর জন্ম-মৃত্যু ও জীবনের উপর আলোচনায় অংশ নেন- সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদেরী, মাহবুবিয়া দায়রা শরিফের আলহাজ¦ ডা.এসএস কাদরী, পিচুরিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ্ সূফি আহমাদ আলী, দেলদুয়ার আলালপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা শাহ্ সূফি আব্দুল ওহাব সিরাজী, টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. সাইফুল মালেক আনসারী প্রমুখ।


আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- দেলদুয়ার দরবার শরীফের পীর শাহ্ সূফি মুহাম্মদ হারুন-অর-রশিদ, মাওলানা মো. নজরুল ইসলাম, বেড়াবুচনা দরবার শরীফের পীর মাওলানা মো. ইসমাইল হোসেন, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান, সহকারি অধ্যাপক আলহাজ¦ মাওলানা মো. আব্দুর রহমান,কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান, মাদ্রাসা সুপার হাফেজ মাও. মো. মোজাম্মেল হক জালালী প্রমুখ।


আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আলী আশরাফ খান।


বক্তারা বলেন, ৫৭০ সালের এ দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। সে সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা।

এ সময়কে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’ যুগ। সেই অন্ধকার যুগ থেকে মানবকূলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলউল্লাহ (সা.)-কে পৃথিবীতে পাঠান। কর্মসূচিতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno