আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:২৭

টাঙ্গাইলে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার(৭ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার।


সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রানা মিয়া সহ অন্যরা।


সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসর্ম্পূণ। বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। আমাদের সবাইকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে। কোন্ খাবাবে পুষ্টি রয়েছে তা সবাইকে জানতে হবে। বিশেষ করে শিশুদের পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে। মানুষ যাতে শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পুরণ করতে পারে সেই সম্পর্কে অবগত করাই পুষ্টি সপ্তাহ পালনের মূল লক্ষ্য।


আগামি ১৩ জুন পুষ্টি সপ্তাহ শেষ হবে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno