আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:৩৬

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

 

দৃষ্টি নিউজ:


সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বেতন ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে ৭২ ঘণ্টা কর্মবিরতির শেষদিনে সমাবেশ করেছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার(৩০ জানুয়ারি) জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সহ-সভাপতি শওকত হেসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ চক্রবর্তী ও শাজাহান, টাঙ্গাইল পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, গোপালপুর পৌরসভার কোষাধ্যক্ষ রঞ্জীত কুমার, ভূঞাপুরের শহিদুল হক, মধুপুরের সচিব মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আলীম, ঘাটাইলের হিসাব রক্ষক হেলাল উদ্দিন, বাসাইলের সচিব আব্দুস সালাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাদের দাবি মানা না হলে আগামিতে আরো লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno