আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৪:১৫

টাঙ্গাইলে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের সিলমি পার্টি প্যালেসের সামনে ঘণ্টাব্যাপী ওই অবস্থান ধর্মঘট পালন করা হয়। পরে সমস্যা নিরসনে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।


অবস্থান কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক সানু, জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট সৃষ্টি হয়েছে। অসহনীয় লোডশেডিং, শিল্প ও কৃষিখাতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি এবং জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে ব্যর্থতা সর্বোপরি বিদ্যুৎ খাতকে দুর্নীতির জন্য প্রধান খাত হিসেবে সরকার বেছে নেওয়ায় জনগণের অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করছে।


অবস্থান কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno