আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:১০

টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মী আটক

 

দৃষ্টি নিউজ:


‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলার রায়কে কেন্দ্র করে টাঙ্গাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। একই সাথে মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোতেও তল্লাশী চালাচ্ছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নও (র‌্যাব) সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বুধবার রাত থেকে বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীকে আটক করা হয়েছে।
এরমধ্যে টাঙ্গাইল সদর থেকে আট জন, দেলদুয়ার তিন জন, বাসাইল দুই জন, মির্জাপুর থেকে সাত জন, কালিহাতী থেকে এক জন, ঘাটাইল থেকে ছয় জন, মধুপুর থেকে চার জন, গোপালপুর থেকে এক জন, ভূঞাপুর থেকে এক জন, ধনবাড়ী থেকে তিন জন এবং সখীপুর থেকে তিন জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) টিমকে শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিতে দেখা গেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম(বার) জানান, টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপি-জামায়াত আছে কিনা খ

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno