আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১২:০৬

টাঙ্গাইলে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

‘বিজ্ঞান ও প্র্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ স্লোগানে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্র্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্র্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্র্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার(২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই মেলার উদ্বোধন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno