আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:১৬

টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-3
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(২৪ মার্চ) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের  বঙ্গবন্ধুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও  ডেমিয়েন ফাউন্ডেশন  আয়োজিত আলোচনা সভায় অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম মোস্তাফিজুর রহমান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মো. মনিরুল আজম খান, টাঙ্গাইল ল’ কলেজের শিক্ষক অ্যাডভোকেট এমএ করিম মিয়া ও অধ্যাপক তরুণ ইউসুফ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় টাঙ্গাইল মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল, ম্যাটস, নার্সিং ইন্সটিটিউট ও স্বাস্থ্য বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno