আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:২৬

টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৩ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, সাংবাদিক মো. রাশেদ খান মেনন প্রমুখ।


সভা পরিচালনা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিশুর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno