আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:৩৭

টাঙ্গাইলে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের অক্সফোর্ড কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. রায়হান কবিরকে এক পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি দেওয়ার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম ওই রায় দেন।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম জানান, রায়হান কবির তার বন্ধু মো. সায়েমের চতুর্থ সেমিস্টারের ড্রয়িং-২ (ক্যাড) বিষয়ের রেফার্ড পরীক্ষার প্রক্সি দিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে যান।

পরে শিক্ষকরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে রায়হান ভুয়া পরীক্ষার্থী বলে প্রমাণিত হয়। পরে পাবলিক পরীক্ষা আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা করা হয়।


টাঙ্গাইল পলিটেক ইনস্টিটিউটের অধ্যক্ষ বিএম আমিনুল ইসলাম জানান, পরীক্ষায় অংশগ্রহন করায় বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের সমন্বিত শৃঙ্খলা বিধির ১.১৯ ধারা অনুযায়ী পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং তাকে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno