আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:১১

টাঙ্গাইলে মানববন্ধনে অংশ নিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইয়ুব আলী খান(৫৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের আদালত চত্ত্বরের সামনে ওই ঘটনা ঘটে। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।


টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছিল। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, আইয়ুব আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হক তমাল জানান, ওনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে- তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno