আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:২৬

টাঙ্গাইলে মাস্ক না পড়ায় ৭ ব্যক্তির জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরে মাস্ক না পড়ার অপরাধে ৭ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার(১৯ মার্চ) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রকোপ ও মৃত্যু হার বাড়ার কারণে সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায়ও জেলা ম্যাজিস্ট্রেট্রের নির্দেশে জনসাধারণের মাঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

এছাড়া গরীব ও অসচ্ছলদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে শহরের ৭ব্যক্তিকে এক হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno