আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৯:২০

টাঙ্গাইলে রাতে বাড়ি বাড়ি গিয়ে ইউএনও’র কম্বল বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায়-দরিদ্র ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার(২৯ নভেম্বর) দিনগত রাতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রানুয়ারা খাতুন জেলা সদর বস্তির হতদরিদ্রদের বাড়িতে উপস্থিত হয়ে ওই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে মজিরন বেগম নামে এক নারী বলেন, ‘শীত যায় শীত আসে। কিন্তু আশ-পাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমার প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধা শাশুড়ি কোন সহযোগিতা পায়নি।

সোমবার রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের চন্য দুজনকে কম্বল দিয়েছেন। এতে তারা খুবই আনন্দিত। ইউএনও’র কাছ থেকে কম্বল পাওয়া ওই বস্তির সোরহাব আলী বলেন, ‘কয়েকদিন ধরে তীব্র শীতে কষ্ট করছিলাম। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে’।


টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন জানান, গত এক সপ্তা যাবত টাঙ্গাইলে শীত জেকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই অসহায়।

এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। সোমবার রাতে জেলা সদরের প্রায় ২০০ পরিবারের দরজায় দরজায় গিয়ে কম্বল বিতরণ করেছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno