আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:৫১

টাঙ্গাইলে লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে ধ্বংষ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃকত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

অভিযানকালে ঐতিহ্যবাহী করটিয়া হাটে বিক্রি করতে আনা প্রায় এক লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়।

পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় চায়না জাল বিক্রি ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে করটিয়ায় অভিযান চালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno