দৃষ্টি স্পোর্টস:
টাঙ্গাইল স্টেডিয়ামে শহীদ জাহাঙ্গীর ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুন) ওই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল আলমের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল ইসলাম লিন্টু। মুখ্য আলোচক ছিলেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ রাজিব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মফিদুল ইসলাম তালুকদার(আসিফ), সাইফুল ইসলাম সরকার, জহুরুল ইসলাম আজাদ, সেলিনা আক্তার, মামুন জামান সজল প্রমুখ।