আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৪:২৯

টাঙ্গাইলে সমবায় মার্কেটের দোকান ফিরে পেতে ব্যবসায়ীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সমবায় ব্যাংকের মার্কেটের দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। সোমবার(৮ মে) দুপুরে সমবায় মার্কেটের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী মতিউর রহমান, দেলোয়ার হোসেন, বসির আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে মার্কেটের সাবেক সভাপতি কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙে। কিন্তু সাবেক সভাপতি আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও বরাদ্দ দেননি।

এ নিয়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে দায়েরকৃত মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে এসেছে। তারপরও আমরা এখন নিরুপায়। কুদরত-ই-এলাহী ওই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।

দোকান না পেয়ে ১৭ জন ব্যবসায়ী ইতোমধ্যে মারা গেছেন। দোকান না পেয়ে অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ কেউ রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মানববন্ধন কর্মসূচিতে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno