আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৩০

টাঙ্গাইলে সিপিবি’র ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার(৬ মার্চ) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক।

এসময় সাবেক সভাপতি অধ্যাপক নাজীর হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, অধ্যাপক বিমান বিহারী দাস,

রেজাউল করিম কহিনুর, খোরশেদুন নাহার ভূইয়া, মোস্তাক হোসেন, ইকবাল হোসেনসহ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯২৫ সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের ৬ মার্চ ভারতের অবিভক্ত পার্টি থেকে পৃথক হয়ে এ দেশে স্বতন্ত্র কমিউনিস্ট পার্টির যাত্রা শুরু হয়।

৭০ বছর ধরে দেশের জনগণের স্বার্থরক্ষার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সিপিবি’র বড় ভূমিকা রয়েছে।

দলটি সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ ১৯৭১-এর ভিশন বাস্তবায়নের লক্ষ্যে এখনও আদর্শিক রাজনীতি করে যাচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno