আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:২৭

টাঙ্গাইলে সুর সম্রাট আব্বাস উদ্দীনের জন্ম বার্ষিকী উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-folder-7
টাঙ্গাইলে সুর সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৬তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি।
এ উপলক্ষে আব্বাস উদ্দীন সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সহ-সভাপতি মনি খন্দকার। মূখ্য আলোচক ছিলেন, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। আলোচনায় অংশ নেন, বাসাইলের এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ দেব, মানবাধিকার কর্মী রতন আহমেদ সিদ্দিকী প্রমুখ। সূচনা বক্তব্য রাখেন, আব্বাস উদ্দীন সঙ্গীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট সুরকার ও গীতিকার ফিরোজ আহমেদ বাচ্চু।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno