আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:১৩

টাঙ্গাইলে ৭ বস্তা ফেনসিডিল বোঝাই ট্রাক সহ যুবক গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-fol-53
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সোমবার(৭ নভেম্বর) দুপুরে ৭টি বস্তায় ১ হাজার ৬৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বানেশ্বর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে গোপণে সংবাদ পেয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ওয়ালিদের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসায়। এক পর্যায়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক(নং- ঢাকা-মেট্রো-ট-১৬-৮৯৮৬) তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ টি বস্তায় ১ হাজার ৬৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাক সহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno