আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:০৫

টাঙ্গাইল কারাগারের সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতার মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

dristy-tv-1
টাঙ্গাইল কারাগারে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা আবু জাফর (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি সদর উপজেলার খোর্দ যুগনী গ্রামের মৃত জিলু শেখের ছেলে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রিতেশ চাকমা জানান, আবু জাফর শনিবার (২২ অক্টোবর) বিকালে হৃদরোগে আক্রান্ত  হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
আবু জাফর দু’টি মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত ও একটি হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি ২০০৪ সালের ৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno