আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:০৯

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের অবৈধ দোকান-পাট উচ্ছেদ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অবৈধভাবে গড়ে ওঠা ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার(২৪ ফেব্রয়ারি) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ১৯০৫ সালে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৬ একর ভূমির উপর টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি ঈদগাঁ মাঠের ভূমি জবরদখল করে চা-স্টল, ফাষ্ট ফুড, হারবাল সরবত সহ বিভিন্ন ধরণের দোকান খুলে ব্যবসা করছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) কার্যালয় থেকে ইতোপূর্বে কয়েকবার নোটিশ দেওয়ার পরও ওই জবরদখলকারীরা অবৈধভাবে স্থাপিত দোকানগুলো সরিয়ে নেয়নি।

গত ১৮ ফেব্রয়ারি(বৃহস্পতিবার) তাদেরকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। জবরদখলকারীরা স্থানীয় প্রশাসনের জারি করা নোটিশ আমলে না নেওয়ায় বুধবার বিকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলাম বলেন, সরকারি জমি উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ঈদগাঁ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে শিশু-কিশোরদের খেলাধূলার জন্য মাঠটি উন্মুক্ত করা হল।

ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের কাছে অবৈধপন্থায় বাঁশের বাজার গড়ে ওঠেছে, তাদেরকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে। আগামি সপ্তায় সেখানেও উচ্ছেদ অভিযান চালানো হবে।

ওই উচ্ছেদ অভিযান পরিচালনাকালে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno