আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:০৪

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ দালালকে বিভিন্ন মেয়াদে দণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত ৮ দালালের মধ্যে বিপ্লব বর্মন(৪২) ও মো. আমিনুল ইসলামকে(৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৬জনের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মো. রেজাউল করিম(৪৫), মো. লুৎফর রহমান(৫০), মো. রমজান আলী(৪২), মো. শামীম আল মামুন(৪০), মো. রাজন(৩৭) ও মো. আমিনুর রহমান(৩৬)।

র‌্যাব-১২ জানায়, সিপিসি-৩(টাঙ্গাইল) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে একদল র‌্যাব টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালায়।

এ সময় দালালি করার অপরাধে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোছা. মারিয়াম খাতুন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেপ্তারকৃত ৮জনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno