আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:৩৭

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন ২০ ওয়ার্ডে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-28
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ১৫টি সাধারণ ওয়ার্ড এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার(২৩ নভেম্বর) টাঙ্গাইল জেলা পরিষদে অনুষ্ঠিত সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানের সভাপতিত্বে ওই সভা হয়।
সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডে যাদের নাম চূড়ান্ত হয়েছে তারা হচ্ছেন, ১ নম্বর ওয়ার্ডে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, ২ নম্বর ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের সদস্য সালমা সালাম ঊর্মি, ৩ নম্বর ওয়ার্ডে টাঙ্গাইল শহর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাম্মি আক্তার মুক্তি, ৪ নম্বর ওয়ার্ডে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমি সিদ্দিকী এবং ৫ নম্বর ওয়ার্ডে ধনবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন।
১৫টি সাধারণ আসনে যাদের নাম চূড়ান্ত হয়েছে তারা হচ্ছেন, ১ নম্বর ওয়ার্ডে খুন হওয়া মুক্তিযোদ্ধা ফারুক আহমদের ছেলে আহমদ মজিদ সুমন, ২ নম্বর ওয়ার্ডে টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, ৪ নম্বর ওয়ার্ডে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিছুর রহমান হুমায়ুন, ৬ নম্বর ওয়ার্ডে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার কামরুল হাসান, ৮ নম্বর ওয়ার্ডে সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, ৯ নম্বর ওয়ার্ডে কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, ১০ নম্বর ওয়ার্ডে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ ভোলা। এ ছাড়া ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক শাহানশাহ সিদ্দিকী মিন্টু, ১২ নম্বর ওয়ার্ডে মধুপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল আজিজ, ১৩ নম্বর ওয়ার্ডে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ১৪ নম্বর ওয়ার্ডে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি এবং ১৫ নম্বর ওয়ার্ডে গোপালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হকের নাম চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno