আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৩২

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমববার(২২ মে) দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্র-ছাত্রীদের আয়োজনে ওই মানববন্ধনে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের(বাকাছাপ) স্থানীয় সভাপতি বাস্তব ঘোষ, আহসান মিয়া, সিয়াম খান, খলিফা ও রামিম প্রমুখ। এ সময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ মাস যাবৎ দেশের ৭৭৭ জন শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে নিয়মিত ক্লাস হচ্ছেনা। তাই তারা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno